দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে। এদের মধ্যে ৮ জন বিএনপি ও তিনজন জামায়াত-শিবিরের কর্মী বলে জানা গেছে।
পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআইরি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)