বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতে দোয়া ও প্রার্থনা
বেনাপোল সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষার্থীর মৃত্যুতে বেনাপোলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার সকালে অ্যাসেম্বলির পর দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। অ্যাসেম্বলির পর বিদ্যালয়গুলোয় এক মিনিট নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। বিদ্যালয়গুলোর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, টাঙানো হয়েছে কালো পতাকা।
এদিকে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থী নিহতের ঘটনায় চৌগাছা থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে রবিবার রাতে চৌগাছা থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- বাসচালক ইসমাইল, হেলপার মহব্বত, সড়কের ওপর ডাটা (সবজি) শুকানোর দায়ে মান্দারতলা গ্রামের দুই ভাই শহিদুল ও আলম।
উল্লেখ্য, মুজিবনগরে পিকনিক শেষে বেনাপোলে ফেরার পথে শনিবার রাত ৮টায় যশোরের চৌগাছার ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে। দুর্ঘটনায় ৭ শিক্ষার্থী নিহত ও ৪৭ জন আহত হয়।
গুরুতর আহত ১১ জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
(দ্য রিপোর্ট/জেএইচ/একে/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)