নেপালে নিখোঁজ বিমানের সন্ধান, নিহত ১৮
দ্য রিপোর্ট ডেস্ক : নেপালে নিখোঁজ যাত্রীবাহী বিমানটির ১৮ জন যাত্রী ও কর্মীর সবাই নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জগদীশ পোখারেল সোমবার জানিয়েছেন।
এর আগে দেশটির পশ্চিমাঞ্চলের আরঘাখানচি জেলায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকারী হেলিকপ্টারের সাহায্যে বিমানটির অবস্থান জানা গেছে।
নেপাল এয়ারলাইন্সের বিমানটি রবিবার একজন বিদেশি নাগরিকসহ ১৫ জন যাত্রী ও তিনজন কর্মী নিয়ে পোখরা থেকে জুমলা যাওয়ার পথে নিখোঁজ হয়। পোখরা থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জগদীশ পোখারেল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সবগুলো মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ৯ জনের মৃতদেহ এতটাই বিবৃতি হয়ে গেছে যে, চেনা যাচ্ছে না।
বিচ্ছিন্ন এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। (সূত্র : রয়টার্স, বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)