রাজশাহী অফিস : জেলার মোহনপুর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার রাত থেকে নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে তারা।

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনা ও বিজিবি মোতায়েন রয়েছে। র‌্যাব-পুলিশের পাশপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পে উঠেছে বিজিবি। সেখান থেকেই তারা দায়িত্বপালন করছে। এ ছাড়া রাতেই সেনাবাহিনীর একটি দল মোহনপুর উপজেলা বাকশিমুইল উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প করে বিভিন্ন স্থানে টহল শুরু করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আচরণবিধি দেখভালের জন্য ৩ ফেব্রুয়ারি থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সোমবার সকাল থেকে তিনজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ দল কাজ শুরু করেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এবার মোহনপুরের ৪২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় ১০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বাকি ৩২টি কেন্দ্র রয়েছে সাধারণ। সহিংসতা এড়াতেই বিভিন্ন এলাকায় পুলিশি টহল ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, রাজশাহীর মোহনপুর উপজেলায় চেয়ারমান পদে দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ লাখ ১৫ হাজার ৫৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৮০০ এবং নারী ভোটার ৫৮ হাজার ৭৩৫ জন। উপজেলার মোট ৪২টি কেন্দ্রে আগামী ১৯ ফেব্রুয়ারি একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এফএইচ/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)