রাজশাহীতে পাচারের শিকার তরুণীকে হস্তান্তর
রাজশাহী অফিস : ভারতে পাচার হওয়ার পর সেখান থেকে পালিয়ে আসা বাংলাদেশি তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর শাহমখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তরুণীকে সোমবার দুপুরে হস্তান্তর করা হয়।
পাচারের শিকার তরুণীর বাড়ি মাদারীপুর জেলার ডাসা থানার কর্ণপাড়া গ্রামে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ ও সাপোর্ট সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাছুরা মুস্তারী এ সময় উপস্থিত ছিলেন।
ওই তরুণী জানায়, জামালপুর জেলার মধ্যচর এলাকার নাজমুল নামে এক আত্মীয় চাকরি দেওয়ার প্রলোভনে ভারতের চেন্নাইয়ে এক পতিতাপল্লীতে তাকে বিক্রি করে দেয়।
পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পরিবারের কাছে হস্তান্তর করা তরুণীর সঙ্গে আরেক তরুণীকেও বিজিবি একই সময় উদ্ধার করে। পাচারকারী নাজমুল এ তরুণীর স্বামী। তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়।’
ভিকটিম সেন্টারের উপ-পরিদর্শক মাছুমা মুস্তারী বলেন, ‘পাচারের শিকার হওয়া আরেক তরুণী এখানে আছে। তরুণীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকেও হস্তান্তর করা হবে।’
(দ্য রিপোর্ট/এমএইচজে/একে/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)