বান্দরবান প্রতিনিধি : দুই দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার দুপুর থেকে বান্দরবানে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। কখনও গুঁড়ি গুঁড়ি, আবারও কখনও মুসলধারে বৃষ্টি হচ্ছে।

স্থবিরতা নেমেছে মানুষের কাজকর্মে। শ্রমজীবী মানুষদের ঘরে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় পাহাড়ি বাঙালিরা ঘর থেকে বের হচ্ছে না। বৃষ্টিতে ঠাণ্ডাজনিতরোগে বান্দরবান সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অপরদিকে বৃষ্টিতে বেড়ে উঠা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন বলেন, ‘বৃষ্টিতে বেড়ে উঠা ফসলের ক্ষতি হবে। বিশেষ করে সবজি জাতীয় ফসলের। তবে আমসহ ফল চাষীদের জন্য এই বৃষ্টি অনেকটা আশীর্বাদই বটে।’

(দ্য রিপোর্ট/এএস/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)