পানিসম্পদ উপমন্ত্রীর নাম ভাঙিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : পানিসম্পদ উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের নাম ভাঙিয়ে এক সংখ্যালঘু ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ট্টগ্রামের ওই ব্যবসায়ী কৌশিক সেন সোমবার সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
কৌশিক জানান, ‘চট্টগ্রামের ব্যবসায়ী সেলিম খলিফা বিভিন্ন সময়ে তার কাছ থেকে বাকিতে বিটুমিন সংগ্রহ করেন। প্রথমদিকে টাকা পরিশোধ করলেও পরবর্তীতে পর্যায়ক্রমে তার কাছে মালের অর্থ বকেয়া রাখে। ধীরে ধীরে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা। যা চাইতে গেলে সে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। সেলিম খলিফা কয়েক দফা চেক দেওয়ার পর তা ডিজঅনার হয়। এরপর পাওনা টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করে। সর্বশেষ গত ১১ জানুয়ারি চট্টগ্রামের ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী সাজ্জাদকে ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেন। সে সঙ্গে তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। এ ঘটনায় কৌশিক সেন চট্টগ্রামের হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি ( ৪৪৫ তাং- ১১/০১/২০১৪) করেন।
সংবাদ সম্মেলনে কৌশিক সেন তার বক্তব্যের সত্যতা যাচাইয়ে বিভিন্ন তথ্য-প্রমাণসহ কাগজপত্র উপস্থাপন করেন। একইসঙ্গে হুমকির অডিও রেকর্ড শোনান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, সেলিম খলিফা নিজেকে পানিসম্পদ উপ-মন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের ভাই পারভেজের ব্যবসায়িক অংশীদার দাবি করেন।
সেলিম খলিফার বিরুদ্ধে এর আগে ২০০৯ সালে নরসিংদীতে কাভার্ড ভ্যান ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে সময় চট্টগ্রামের পোর্ট কলোনীর সেলিম খলিফার গুদাম থেকে পুলিশ ডাকাতির মালামাল উদ্ধার করে। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে ব্যবসা ছাড়াও ভোলার চরফ্যাশনে মমতা মাল্টিপারপাস নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে সে স্থানীয়দের প্রতারিত করে আসছে বলেও অভিযোগ করেন কৌশিক সেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)