শেরপুরে ট্রাকচাপায় নিহত এক
মৌলভীবাজার প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর এলাকায় ট্রাকচাপায় আহত সিএনজি অটোরিকশা যাত্রী আমেনা বেগম (৪৩) মারা গেছেন। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিন অটোরিকশা যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আমেনা বেগম সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের বেকামুড়া গ্রামের তোরাব উল্লার স্ত্রী।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হাই চৌধুরী দ্য রিপোর্টকে জানান, সকাল ৯টায় হবিগঞ্জের উদ্দেশে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এ সময় অটোরিকশা যাত্রী আমেনা বেগম (৪৩), সোহাগ (১০), শফিক (২০) ও সুজিত (২৫) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান।
এ ঘটনায় ট্রাকচালক বা কাউকে আটক করা যায়নি বলে ওসি জানান।
(দ্য রিপোর্ট/টিএফ/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)