দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) জুনিয়র টেনিসের ৩০তম চ্যাম্পিয়নশিপে বালিকা এককের শিরোপা জিতেছে চীন। শনিবার (১২ নভেম্বর) ভারতের কেশপ তানিশাকে পরাজিত করে এই শিরোপা জিতেছে চীনের জিংগি ওয়াং।

এদিন সকালে অনুষ্ঠিত হয় বালিকা এককের ফাইনাল খেলা। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই ফাইনালে অংশ নেয় ভারতের কেশপ তানিশা ও চীনের জিংগি ওয়াং। খেলায় বালিকা এককে চীনের জিংগি ওয়াং ৬-২ ও ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রসঙ্গত, ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৭ নভেম্বর থেকে ৩০তম এ আসর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। যার পর্দা নামছে শনিবার।

একই ভেন্যুতে এ ইভেন্টের দ্বৈত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/নভেম্বর ১২, ২০১৬)