দ্য রিপোর্ট প্রত‌িবেদক : আগামী ১ ড‌িসেম্বর থ‌েকে প্রতিবেশী দ‌েশ ভারত‌ের কলকাতা রুট‌ে ফ্লাইট পরিচালনার ঘ‌োষণা দ‌িয়েছে দ‌েশ‌ের অন্যতম ব‌েসরকারি ব‌িমান সংস্থা নভ‌োএয়ার। রাজধানীর স‌োনারগাঁও হ‌োটেলে রব‌িবার (১৩ নভেম্বর) ব‌েলা ১১ টায় এক সংবাদ সম্ম‌েলন‌ে এ তথ্য জানান‌ো হয়।

এক বছর আগ‌ে ঢাকা-ইয়াঙ্গুন রুট‌ে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাত‌িক রুট‌ে ব‌িমান পরিচালনায় যাত্রা শুরু হয় নভ‌োএয়ারের।

সংবাদ সম্ম‌েলন‌ে নভ‌োএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফ‌িজুর রহমান বল‌েন, ত‌িন বছর অভ্যন্তরীণ রুট‌ে সাফল্য‌ের সাথ‌ে ফ্লাইট পরিচালন‌া করার পর গত ডিসেম্বর থ‌েকে পার্শ্ববর্তী দ‌েশ ম‌িয়ানমারের ইয়াঙ্গুন রুট‌ে ফ্লাইট শুরু করা হয়। স‌েই ধারাবাহ‌িকতায় দ্ব‌িতীয় আন্তর্জাত‌িক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা শুরু করত‌ে যাচ্ছ‌ি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার ৪ টি ফ্লাইট ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চলাচল করবে। এ রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া ভাড়া ন্যূনতম ৯,৯৯৯ টাকা (ট্যাক্সসহ)।

বিকেল ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকেল ৩ টায় পৌঁছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে বিকেল ৫টা ৩৫মিনিটে ঢাকায় পৌঁছবে।

এছাড়া আগামী ১৪ ডিসেম্বর হতে চট্টগ্রাম থেকেও কলকাতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে নভেঅএয়ার। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া ন্যূনতম ১১ হাজার ৫৫৫ টাক (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি সোমবার, বুধবার ও শনিবার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে।

সংবাদ সম্মেলনে নভোএয়ারের হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদ, কাজী ওবায়দুর রহমান, হাসিবুর রহমানসহ নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/এআরই/নভেম্বর ১৩, ২০১৬)