চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে রিভলবারটি উদ্ধার করা হয়।

নওগাঁ ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মজিবুর রহমান দ্য রিপোর্টকে জানান, সকালে নিয়মিত টহলের সময় ২১৯/৩৪ আর পিলারের বাংলাদেশ সীমানার এক কিলোমিটার অভ্যন্তরে সিংগাবাদ পাথার মাঠের মধ্যে ভারতীয় ইউরিয়া সারের বস্তার মধ্যে থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ভারতের তৈরি রিভলবারটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)