দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট; অ্যাথলেটিক্স থেকে অবসর গ্রহণের পর ফুটবলার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই জার্মানির ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অনুশীলনের আশাও প্রকাশ করেছেন।

লন্ডনে আগামী গ্রীষ্মে শেষবারের মতো স্প্রিন্টের ট্র্যাকে দেখা যাবে বোল্টকে। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী এ অ্যাথলেট লন্ডনে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে জানায়, এরই মধ্যে বোল্ট ডর্টমুন্ডের কোচ থমাস টুচেলের সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে ৩১ বছর বয়সি এ তারকা জানান, আমরা আসলেই তাদের সঙ্গে কথা বলেছি।

বিশ্বের দ্রুততম মানব কিন্তু আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বড় ভক্ত। আর অবসরের পর রেড ডেভিলসদের হয়ে সুযোগ পাওয়াটা তার কাছে স্বপ্নের মতো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যদি ম্যানইউতে খেলার সুযোগ পাই, তবে এটি হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’

উল্লেখ্য, বোল্ট এবার রিও অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/নভেম্বর ১৩, ২০১৬)