চট্টগ্রামে বিএনপির মানববন্ধনে পুলিশি বাধা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : বিএনপির গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ তাদের সড়কে দাঁড়াতেও দেয়নি। সোমবার দুপুরে নগরীর নসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে গ্যাস-বিদ্যুতের দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির জন্য জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় কোতোয়ালি থানার পুলিশ নেতাকর্মীকে সরিয়ে দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ ব্যাপারে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত বলেন, ‘নগরীতে তীব্র গ্যাস সংকট চলছে। পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ নিয়ে প্রতিবাদ জানাতেই এবং গ্যাস সংকট সমাধানের দাবিতে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের মানববন্ধনে বাধা দিয়েছে।’
নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার জানান, পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের সরিয়ে দিয়েছি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)