সিলেটে সাত প্রার্থীকে বিএনপির সমর্থন
সিলেট অফিস : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণের দুদিন আগে সাত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়েছে সিলেট জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গাফ্ফার সোমবার বিকেলে দ্য রিপোর্টকে এ সমর্থনের কথা জানান। জেলা বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ছয়জন দলীয় এবং একজন রয়েছেন জামায়াতের।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সিলেটের ছয় উপজেলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- বিশ্বনাথে সোহেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জে মো. জিলাল উদ্দিন, গোয়াইনঘাটে আবদুল হাকিম চৌধুরী, কোম্পানীগঞ্জে আলী আহমেদ, জৈন্তাপুরে জয়নাল আবেদীন (জামায়াত), জকিগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে বালাগঞ্জের আবদাল মিয়াকে সমর্থন জানানো হয়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)