চট্টগ্রামে দেড় শ’ বছরের পুরনো শিবমূর্তি চুরি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দিরের গ্রিল কেটে দেড় শ’ বছরের পুরনো কষ্টি পাথরের একটি শিবমূর্তি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ নভেম্বর) রাতে জেলার বোয়ালখালী পোপাদিয়া এয়াকুবদণ্ডী মহাজন বাড়ি থেকে শিবমূর্তিটি চুরি হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী চুরির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার পরপরই শিবমূর্তি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, কষ্টি পাথরের শিবমূর্তিটি প্রায় এক মণ ওজনের। রাত ৯টার দিকে চন্দ্র মহাজনের মন্দিরের গ্রিল ও তালা কেটে মূর্তিটি কে বা কারা নিয়ে যায়। সন্ধ্যা থেকে সন্দেহজনক তিন চারজন একটি সিএনজিচালিত অটোরিকশা করে আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিল। মহাজন বাড়ির লোকজন শহরে থাকায় বাড়িটি ফাঁকা থাকে।
প্রসঙ্গত, গত বছরের ১৪ মে একই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের ডা. সুরেশ চন্দ্র চৌধুরী বাড়ির পারিবারিক মন্দির থেকে ৩০০ বছরের পুরনো একটি শিবমূর্তি চুরি হয়েছিল।
(দ্য রিপোর্ট/এইচ/এমকে/এনআই/নভেম্বর ১৪, ২০১৬)