শরীয়তপুরে তিনজনের মনোনয়নপত্র বাতিল
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/17/Untitled-9.jpg)
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে সোমবার তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করায় জেলা রিটার্নিং অফিসার মো. আসিব আহসান তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন।
বাতিল প্রার্থীরা হলেন- সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন আখন্দ ও সদর উপজেলার আওয়ামী লীগের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান পাহাড়, নড়িয়া উপজেলার ইসলামী আন্দোলনের পক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ টিপু সুলতান।
(দ্য রিপোর্ট/এএইচ/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)