ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চট্টগ্রামে চিংড়ি মাছে ক্ষতিকারক জেলি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে গলদা চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে বিসমিল্লাহ ফিশিং নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা মো. কামালউদ্দিন চৌধুরী জানান, চিংড়ি মাছে জেলি মিশিয়ে মূলত ওজন বাড়ানো হয়। এ ছাড়া মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের লাইসেন্স নবায়ন না করায় দুই আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিত্যক্ত অবস্থায় আড়াইশ কেজি জাটকা উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এপি/নভেম্বর ১৪, ২০১৬)