সেরা ব্যাচেলর আদম লামবার্ট
দ্য রিপোর্ট ডেস্ক : ভালোবাসা দিবস চলে গেলেও ‘৮ম আমরিকান আইডল’-এর রানার আপ আদম লামবার্টের ডেটিং এখনও শেষ হয়নি। কারণ ভালোবাসার এ দিনটিতে আউট ম্যাগাজিন ২০১৪ সালের সেরা যোগ্য ব্যাচেলর হিসেবে নির্বাচন করেছে তাকে। খবর পিটিআইর।
এ উপলক্ষে তিনি গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে ‘ভালোবাসি তোমাদের’ লেখা একটি কার্ডের ছবি পোস্ট করে ভালোবাসা দিবসের বিশেষ শুভেচ্ছা জানান।
(দ্য রিপোর্ট/পিআর/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)