রাজশাহীতে আ.লীগ কার্যালয় ভাঙচুর, আহত ৭
রাজশাহী অফিস : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় বালু ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এ ছাড়াও এলাকায় অবস্থিত পবার হরিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আওয়ামী লীগ কর্মী রেন্টু, সেন্টু, জিয়ারুল, ভুলু ও হারিফ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী অভিযোগ করে বলেন, দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে তারা দলীয় কার্যালয়ে বসেছিলেন। বিএনপি নেতা ও ইউপি সদস্য বাবর আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী কার্যালয়ে হামলা চালায়। এতে দলের পাঁচ কর্মী আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বালু ব্যবসাকে কেন্দ্র করে এর আগে সংঘর্ষের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ও ইউপি সদস্য বাবর আলী বলেন, বেশ কিছুদিন ধরে নবগঙ্গা মসজিদপাড়া ও পুকুরপাড়া এলাকার স্থানীয়দের মাঝে বালু ব্যবসায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই হামলা হয়ে থাকতে পারে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)