দ্য রিপোর্ট প্রতিবেদক : ভাংচুরসহ পুলিশের ওপর হামলার চার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু।

পৃথক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

পরে খোন্দকার দিলীরুজ্জামান জানান, পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনার চার মামলায় ছয় মাস করে জামিন পেয়েছেন মীর সরাফত আলী সপু।

গত বছরের ৫ জানুয়ারি নিউমার্কেট থানায়, ২ মার্চ ও ৬ মে পল্টন থানায় ভাংচুর, পুলিশের ওপর হামলা, ৬ মার্চ পুলিশের দায়ের করা এ চার মামলায় জামিন পেয়েছেন মীর সরাফত আলী সপু।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)