সিলেট অফিস : সিলেটের লাক্কাতুড়া চা-বাগানে নবনির্মিত শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে শহীদ মিনার বেদিসহ সব কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে চা-শ্রমিকদের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন আলোর মুখ দেখতে যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ও চা-শ্রমিক নেতা বাহাদুর দ্য রিপোর্টকে বলেন, ‘চা-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল বাগানে শহীদ মিনার প্রতিষ্ঠার। বাগান কর্তৃপক্ষ ও রুবেল এন্টারপ্রাইজের যৌথ সহযোগিতায় শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে। আশা করছি একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ মিনারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’

গ্রিন গ্যালারি সমৃদ্ধ এশিয়ার দৃষ্টিনন্দন সিলেট বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশপথে বাগান কর্তৃপক্ষের উদ্যোগে ও মেসার্স রুবেল এন্টারপ্রাইজের অর্থায়নে শহীদ মিনারের নির্মাণকাজ শুরু হয় গত বছরের ডিসেম্বরে। চা-বাগানের মধ্যে নির্মিত শহীদ মিনারের মূল বেদি, গাইডওয়ালসহ সব কাজ শেষ হয়েছে বলে জানালেন মেসার্স রুবেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিমাদ আহমদ রুবেল।

তিনি দ্য রিপোর্টকে জানান, এ শহীদ মিনারের মাধ্যমে চা-শ্রমিকদের নতুন প্রজন্ম ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে নতুন করে জানতে পারবে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)