সাভারে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/17/ashulia-road-accident-news.jpg)
সাভার সংবাদদাতা : আশুলিয়ায় বাস ও কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আশুলিয়ার জিরাবো এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার যানবাহনগুলো উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে আশুলিয়ার বাজার এলাকা থেকে আনন্দ সুপার পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-২২৩৮) একটি বাস গাজীপুরের কোনাবাড়ীর উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি আশুলিয়ার জিরাবো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাংলা-চায়না কোম্পানির একটি কাভার্ট ভ্যানের (ঢাকা মেট্রো-ম-৫১-৫৭৫৬) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ট ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
কাভার্ড ভ্যান চালক মজিবুর রহমানসহ (২৬) ওই বাসের আরও ৯ যাত্রী আহত হন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)