তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জশিট দাখিল
কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে সোমবার চার্জশিট দাখিল করেছে গোয়া পুলিশ। চার্জশিটে তার বিরুদ্ধে ‘যৌন হয়রানি’ ও ‘এক নারীর শ্লীলতাহানির’ অভিযোগ আনা হয়েছে।
গোয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওই চার্জশিট দাখিল করা হয়। তেজপালের করা এক জামিন আবেদনের ওপর মঙ্গলবার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৫৪ (এ) ও ৩৭৬ ধারায় অভিযোগ আনা হয়েছে৷ এ ছাড়াও অপরাধমূলক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে৷
ওই ঘটনায় এ পর্যন্ত ১৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
যৌন হয়রানির অভিযোগে গত বছরের ৩০ নভেম্বর তেজপালকে গ্রেফতার করা হয়৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন৷ তবে তেজপাল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
আইনজ্ঞরা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তেজপালের ন্যুনতম ৭ বছরের জেল হবে।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে তেজপালেরই এক জুনিয়র নারী সহকর্মী ২০১২ সালের ডিসেম্বরে তাকে ধর্ষণের অভিযোগ করেন।
(দ্য রিপোর্ট/এসএম/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)