কলকাতা প্রতিনিধি : ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে তিনি ভর্তি হন।

প্রবল জ্বর, শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে নার্সিংহোমে ভর্তি হন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমবার সকালে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রাক্তনে এই স্পিকারের চিকিৎসার জন্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং সুব্রত মৈত্রর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে নার্সিংহোম সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসএম/এমএআর/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)