ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা রিনা আক্তার (৪০) ও এসএসসি পরীক্ষার্থী ইমরানের (১৬) মৃত্যু হয়েছে। ত্রিশাল পৌরসভার নওধার পূর্বপাড়ায় সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইমরান এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ ও ত্রিশাল পৌর শ্রমিক দলের সভাপতি নিহতের চাচা জাকির হোসেন জৈমত জানান, নেয়ামত আলীর স্ত্রী রিনা বেগম উঠানে জিআই তারে কাপড় শুকানোর সময় ঘরের বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত হয়ে পড়লে মাকে বাঁচাতে ছেলে ইমরান এগিয়ে আসেন। এ সময় মাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের অন্য সদস্যরা তাদের বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)