চট্টগ্রামে ৫ স্টিল মিলকে ১৫ লক্ষ টাকা জরিমানা
চট্টগ্রাম অফিস : বিএসটিআই’র অনুমোদনহীন রড উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ড থানাধীন এলাকায় ৫ টি স্টিল মিলকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ নভেম্বর) দিনভর সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মিলকে জরিমানা করা হয়।
বুধবার বিকেলে র্যাব-৭ এর জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিলগুলো হল- ‘আল সাফা স্টিল রিরোলিং মিলস লিমিটেড, পেনিনসুলা স্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স স্টাফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচ স্টিল রিরোলিং মিলস এবং ইউনিক রিরোলিং মিলস’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ডের পাঁচটি স্টিল মিলে অভিযান পরিচালনা করে র্যাব-৭। এ সময় ওই ৫টি মিল রড তৈরির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বিএসটিআই’র লাইসেন্স না নিয়েই অবৈধভাবে মান বহির্ভূত ASRM নামে এমএস রড উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং জিশান আহমেদ তালকুদার ৫টি স্টিল মিলকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/নভেম্বর ১৬, ২০১৬)