বগুড়া প্রতিনিধি : বগুড়ার ৬টি উপজেলায় বুধবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা বা নির্বাচনী আচারণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে নিজ নিজ উপজেলায় প্রার্থীরা দিনরাত ভোটপ্রার্থনা করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার খোরশেদ আলম দ্য রিপোর্টকে বলেন, প্রথম পর্যায়ে জেলা ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আমরা পাইনি। ইতিমধ্যে এ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)