দ্য রিপোর্ট প্রতিবেদক : খাগড়াছড়ির কমলছড়িতে সবিতা চাকমা নামে এক উপজাতি নারীকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সোমবার দুপুরে সমাবেশ করা হয়। এর আগে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ ফেব্রুয়ারি কমলচড়ী ইউনিয়নের নদীর চরে গরুর ঘাস কাটতে গেলে সবিতা চাকমা নামের ওই নারী ধর্ষিত হন। ধর্ষণের পর তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে ১০/১২ গজ দূরে একটি ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়।

তারা আরও বলেন, এ ব্যাপারে আমরা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করলেও এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক সূলভ চাকমা, উদয়ন ত্রিপুরা, চন্দ্রা ত্রিপুরা প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)