বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় দেয়ালচাপায় আনসার সদস্য নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী মোস্তফা বেগমকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কেদারবন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টিতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কেদারবন এলাকায় সদ্য নির্মিত বাড়ির একটি দেয়াল পাশের কাঁচা ঘরের উপর ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দেয়ালচাপায় মোহাম্মদ আলাউদ্দিন (৪৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়। নিহতের স্ত্রী মোস্তফা বেগমকে (৩৪) উদ্ধার করে স্থানীয় চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জোবায়ের আহম্মেদ জানান, বৃষ্টির সময়ে ঘরের নতুন দেয়ালের মাটি সরে গিয়ে পাশের ঘরের উপর ধসে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান জানান, ঘটনাস্থল থেকে নিহত আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টিতে দেয়ালধসে এ দুর্ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)