বেনাপোল সংবাদদাতা : শার্শায় মোটরসাইকেলের চাপায় আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর-বেনাপোল সড়কের নাভারন ফরেস্টপাড়ার সামনে। নিহত আম্বিয়া খাতুন (৭৫) শার্শার ডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একেএম ফজলুল হক বকুলের মা ও শিববাস গ্রামের মৃত এডভোকেট আব্দুল জলিলের স্ত্রী।

জানা গেছে, নিহত বৃদ্ধা ওই সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালককে আটক করা যায়নি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)