বরিশাল অফিস : নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে সোমবার উদযাপিত হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৫তম জন্মবার্ষিকী। কবির বসতভিটায় জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগারের সামনের ম্যুরালে সকালে অধ্যাপক তপঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় কবিতা পরিষদের সদস্যরা।

দুপুর ১২টার দিকে ব্রজমোহন (বি.এম) কলেজ ছাত্র সংসদ আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হক। তিনি বলেন, জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল বলে আমরা গৌরববোধ করি। শুধু তাই নয়, তিনি এই ব্রজমোহন কলেজে অধ্যাপনা করেছেন। তার সময়টা ছিল এই কলেজের গৌরবোজ্জ্বল অধ্যায়। অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্ব এ ছাড়াও আলোচনা করেন কলেজের অধ্যাপক ফজলুল হক, এএস কাইয়ুম উদ্দীন আহমেদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এরপর উত্তরণ সাংস্কৃতিক পরিষদ ও ব্রজমোহন থিয়েটারের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। বিকেল ৫টা থেকে শুরু হয় কনসার্ট। কনসার্টে মাকসুদ ও কফিল আহমেদ ছাড়াও ঢাকা, সহজিয়া, চিৎকার ব্যান্ড দল সংগীত পরিবেশন করে।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)