বরিশালে সেনা মোতায়েন, মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ
বরিশাল অফিস : বরিশালের দুই উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সোমবার থেকে মাঠে নেমেছেন সেনাসদস্যরা। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে পাঁচদিন তারা নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন সেনাসদস্যরা। প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনাসদস্য টহলে থাকবেন। তাদের সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
এ ছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্তসংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। এবারের নির্বাচনে প্রতিকেন্দ্রে একজন পুলিশ, অস্ত্রধারী একজন আনসারসহ ১১ জন আনসার ও একজন গ্রামপুলিশ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)