পার্বতীপুরে মৃতদেহ উদ্ধার
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে প্লাটফর্মে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পাবর্তীপুর রেলওয়ে থানার এসআই ফিরোজ হোসেন জানান, দুপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। নিহতের মৃতদেহ আঞ্জুমান মফিদুলের কাছে দেওয়া হয়েছে। পার্বতীপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ধারণা করছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও শীতল হাওয়ার আক্রমণে তার মৃত্যু হতে পারে।
(দ্য রিপোর্ট/এমআই/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)
দিনাজপুর প্রতিনিধি, মোবাইল ঃ ০১৭২৪১০৭৫২৬, ০১৮৩৩৭১৭১১৭, তারিখ ঃ ১৭-০২-২০১৪ইং।