বরিশালে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
বরিশাল অফিস : বরিশালের বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলার তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও মুলাদীর এক চেয়ারম্যান প্রর্থীর মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং অফিসার। জেলা নির্বাচন কার্যালয়ে সোমবার বিকেল ৪টায় তিন উপজেলার মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
হলফনামায় ভুল তথ্য দেওয়াসহ বিভিন্ন কারণে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মুলাদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিলু, হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন ও বাবুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমা রহমান।
এ ছাড়া মুলাদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল হাসান খান মিঠুর হলফনামায় দেওয়া বিএ পাসের সনদ দেখাতে না পারায় তাকে সময় দিয়ে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় দফার তফসিল অনুযায়ী ১৫ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)