খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে বহিষ্কার করার গুজবে জেলা জুড়ে তোলপাড় চলছে। তবে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী খবরটি মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বিষয়টি বিশেষ মহলের ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সোমবার জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বহিষ্কার হয়েছেন মর্মে বিএনপির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদকের স্বাক্ষরিত কপি বিতরণ হয়। এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একটি বিশেষ মহল হীন উদ্দেশ্যে মূলত বেলায়েত ভূঁইয়াকে বহিষ্কার করা কপি স্ক্যানিং করে ওয়াদুদ ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)