আইনজীবীর ভুলে খোকার মুক্তি বিলম্বিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনজীবীর ভুলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার মুক্তি বিলম্বিত হলো। রবিবার হাইকোর্টে তার জামিন মঞ্জুর হয়। সোমবার তিনি মুক্তি পাবেন এমনটাই ধারণা ছিল।
সাদেক হোসেন খোকার এপিএস মনির হোসেন জানান, জজকোর্টে মামলার নথিতে কোনো ত্রুটি ছিলো না। হাইকোর্টের জামিন আবেদনে মামলার একটি ধারা লেখা হয়নি। ফলে জামিন মঞ্জুর হলেও সবগুলো ধারা লেখা না হওয়ায় তার জামিননামা হাইকোর্ট থেকে ছাড় করা হয়নি। মঙ্গলবার আবারও সাদেক হোসেন খোকার জামিনের জন্য আদালতে ফাইল উপস্থাপন করা হবে বলে মোবাইল ফোনে জানান মনির হোসেন।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)