ইউক্রেনে বিক্ষোভকারীদের সাধারণ ক্ষমা
দ্য রিপোর্ট ডেস্ক : সরকারি ভবনগুলোর দখল ছেড়ে দেওয়ায় ইউক্রেনের সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহার করে সাধারণ ক্ষমা কার্যকর করা হয়েছে। খবর বিবিসির।
তবে সকল বিক্ষোভকারীকে সাধারণ ক্ষমার আওতায় আনা হয়নি। শুধু ২৭ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের বিক্ষোভকারীরাই ক্ষমার আওতায় রয়েছেন। এর আগে শুক্রবার সর্বশেষ ২৪৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দেয় সরকার।
এদিকে বিক্ষোভকারীদের একটি দল আন্দোলন বন্ধে অস্বীকৃতি জানিয়েছে। ওই দলটি এখনও কিয়েভের সিটি হলের প্রধান ফটক অবরোধ করে রেখেছে।
সাধারণ ক্ষমা মেনে নেওয়া বিক্ষোভকারীরা রবিবার সকালে সিটি হল ত্যাগ করে। তারা দেশটির রাজধানী কিয়েভের সিটি হলসহ বেশ কয়েকটি সরকারি ভবন প্রায় দুই মাস ধরে দখল করে রেখেছিল।
গত মাসে দেশটির প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সাধারণ ক্ষমা আইন পাস করেন। এরপর তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আপোস করার ঘোষণা দেন। শর্ত ছিল, বিক্ষোভকারীদের সরকারি ভবনগুলোর দখল ছেড়ে দিতে হবে ও রাস্তার অবরোধ তুলে নিতে হবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে এক অর্থনৈতিক চুক্তি করায় দেশটিতে বিক্ষোভ শুরু হয়।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)