ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়ারের সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চরফ্যাশন উপজেলার মাদ্রাসা ইনিয়ন বিএনপির সভাপতি শাহিন মালতিয়া ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ বিএনপির ১০ কর্মী আহত হন।

চরফ্যাশন উপজেলার মাদ্রাসা ইউনিয়নের পশ্চিম মাদ্রাসা গ্রামে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম মাদ্রাসা ইউনিয়নের মহিলা মাদ্রাসা মাঠে বিকেলে বিএনপির প্রার্থী আলমগীর মালতিয়ার কর্মী সমাবেশের আয়োজন করে। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে সভাস্থলে হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হন। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মালতিয়ার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ দলের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)