দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি করে কতো টাকা আয় করেছে তা জানতে চেয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ১০ বছরে এ খাতে কতো টাকা আয় হয়েছে এর পূর্ণাঙ্গ বিবরণের প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে বৈঠকে সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, চিফ হুইপ মো. আব্দুস শহীদ এবং খান টিপু সুলতান অংশ নেন।

সিএন্ডএজি মাসুদ আহমেদসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এমএআর/নভেম্বর ০৫, ২০১৩)