সিলেটে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
সিলেট অফিস : দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফ্ফার সন্ধ্যা ৭টায় ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, ‘সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমদ স্বাক্ষরিত এক নোটিশে তাদের বহিষ্কার করা হয়।’
বহিষ্কৃতরা হলেন- জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নছিরুল হক শাহীন, এমরান আহমদ চৌধুরী ও কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)