রাঙ্গামাটি প্রতিনিধি :  ১৫ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ি ও কাউখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

দুটি উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ/মহিলা) প্রার্থী কর্তৃক সংগৃহীত মনোনয়নপত্র বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন ১০ জন এবং রাঙ্গামাটি নির্বাচন অফিসে জমা দিয়েছেন তিনজন প্রার্থী। সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুদর্শন চাকমা, বিশ্বজিৎ চাকমা, পূর্বরঞ্জন চাকমা ও বড়ঋশী চাকমা। এর মধ্যে দুজন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসে এবং দুজন রাঙ্গামাটি নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসে ছয়জন এবং রাঙ্গামাটিতে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে কাউখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী এবং ১৯ দলীয় জোট বিএনপির প্রার্থী হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অমরেন্দ্র রোয়াজা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউকালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অর্জুন মণি চাকমা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যানি চাকমা (কৃপা) ও জান্নাতুল ফেরদৌস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন জানানোয় নির্বাচন অনেকটা জমে উঠেছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)