সাভারে যুবদল নেতা বহিষ্কার
সাভার সংবাদদাতা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভারে শরীফ হোসেন নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শরীফ আশুলিয়া থানা যুবদলের ২নং যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে সোমবার তাকে বহিষ্কারাদেশ দেয়া হয়।
জানা গেছে, উপজেলা নির্বাচনে সাভার থেকে আশুলিয়া থানা বিএনপির যুবদল নেতা শরীফ হোসেন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তবে দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ার জন্য বললেও তিনি দলের নির্দেশ মানেননি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদল নেতা শরীফ হোসেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)