দর্শনার্থীর তুলনায় ক্রেতা বাড়ছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : মেঘাচ্ছন্ন আকাশে সোমবার দুপুরে হঠাৎ ঝলমলে রোদ। প্রকাশকদের ভেতরে লুকিয়ে থাকা হতাশার ছাপ কমতে থাকে ক্রমাগত। বসন্তের এমন দিনে রবিবারের প্রকৃতির খামখেয়ালিপনা দূর হতে দেখে বইপ্রেমী পাঠকেরা মেলায় আসতে শুরু করে।
অমর একুশে গ্রন্থমেলার সতেরতম দিনের শুরুটা এমনই দেখা যায়। বেলা গড়াবার সঙ্গে সঙ্গে বইপ্রেমী মানুষের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যায় মেলার দুই প্রাঙ্গণেই আশাব্যঞ্জক দর্শক সমাগম হয়। কেনাবেচাও হয় চোখে পড়ার মতো।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের অন্যতম স্বত্বাধিকারী আদিত্য অন্তর দ্য রিপোর্টকে বলেন-‘প্রকৃতির সঙ্গে তো আর বাড়াবাড়ি চলে না। রবিবার আকাশের অবস্থা খারাপ ছিল, তাই কেনাবেচা কম হয়েছে। আকাশের অবস্থা ভাল হলে বইপ্রেমী মানুষের সংখ্যাও বাড়বে। সবচেয়ে আশার কথা হলো প্রতিবারের মতোই মেলার শেষ দিনগুলোতে দর্শনার্থীদের তুলনায় ক্রেতার সংখ্যা থাকে বেশি, এবারও তাই হচ্ছে।’ প্রকাশকদের এমন কথার সত্যতা পাওয়া যায় বাড়ি ফেরার পথে বইপ্রেমী মানুষের হাতে হাতে বই দেখে।
কথা প্রসঙ্গে সাভারের নবীনগর থেকে আগত সাইফুল ইসলাম সাগর জানান, ‘বিগত দিনে কেবল বই পছন্দ করার জন্য এসেছিলাম, এখন কেনার পালা। প্রিয় লেখকের বই চলে এসেছে। এবারের বাজেটের চতুর্থাংশ ইতোমধ্যে ব্যয় করে ফেলেছি। দু’এক দিনের মধ্যেই তা শেষ করব আশা রাখছি।’
(দ্য রিপোর্ট/এমএ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)