চীন-ভারত যৌথ সামরিক প্রশিক্ষণ
দিরিপোর্ট২৪ ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চীন ও ভারত ১০ দিনের জন্য একটি সেনা প্রশিক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেছে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
চীন-ভারত সীমান্ত এলাকা সিচুয়ান প্রদেশে এ প্রশিক্ষণে উভয় দেশের ১৫০ জন করে সৈন্য অংশগ্রহণ করবে। প্রশিক্ষণটির কোড নাম দেওয়া হয়েছে- ‘হ্যান্ড-ইন-হ্যান্ড ২০১৩’।
দুই সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চীন সফরে গিয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে চলমান টানাপোড়েন কমিয়ে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারই প্রতিফলন হিসেবে এ চুক্তি করা হলো।
এর মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত হবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। অপরদিকে প্রায় একই ধরনের মন্তব্য করেছে ভারত।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)