বাগেরহাট প্রতিনিধি : আমদানি-রফতানিযোগ্য পণ্যের কন্টেনার জট কমাতে প্রথমবারের মতো মংলা ও চট্টগ্রাম নৌ-রুটে ফিডার সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উদ্যোগে বিশেষ এ সার্ভিস চালু হওয়ায় উপকৃত হবেন বন্দর ব্যবহারকারী আমদানি ও রফতানিকারকরা। সোমবার বিকেল থেকে পরীক্ষামূলকভাবে এ সার্ভিস চালু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

প্রথম দফায় ‘বাংলার শিখা’ নামক বিএসসির জাহাজ ৬৮১টি কন্টেনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে এবং খালাস কাজ শুরু করে।

বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, বিএসসির বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক নির্বাহী পরিচালক মো. সাঈদ উল্লাহ এবং জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন, মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলীসহ বন্দরের পদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিশেষ এ সার্ভিস চালু হওয়ায় সড়ক পথে পণ্য পরিবহন ও যানজটের মতো বিড়ম্বনার কবল থেকে রক্ষা পাবে ব্যবসায়ীরা- এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া হরতাল-অবরোধেও পণ্য আমদানি-রফতানিতে কোনো প্রভাব পড়বে না।

প্রতিমাসে চার বার মংলা-চট্টগ্রাম বন্দরে ৬৮১টি টিউজ কন্টেনার বহন করবে জাহাজটি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)