দ্য রিপোর্ট ডেস্ক : আবারও পাকিস্তান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। তালেবানের একটি শাখা ২০১০ সালে অপহরণকৃত ২৩ সেনাকে হত্যার কথা স্বীকার করার পর এ অচলাবস্থা দেখা দিল। খবর : ডননিউজ ও আলজাজিরার।

সরকার পক্ষের মধ্যস্ততাকারী ইরফান সিদ্দিকী সোমবার বলেন, ‘তালেবানের মোহমান্দ শাখা সীমান্তে নিযুক্ত ২৩ সেনাকে হত্যার কথা স্বীকারের পর সংলাপে বসার বিষয়টি অনর্থক হয়ে পড়েছে।’

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, ‘পাকিস্তান এই রক্তপাত সহ্য করবে না। পরিস্থিতি খুবই দুঃখজনক। পুরো জাতিই আজ শোকাচ্ছন্ন।’

তবে তালেবানের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২৩ সেনাকে হত্যার বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

এদিকে সরকারের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শূরা কাউন্সিল রবিবার এক বৈঠকে মিলিত হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ওই বৈঠকে তারা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বলেও শোনা গেছে। কিন্তু এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, দেশটির সরকার ও তালেবানের মধ্যে ২৯ ফেব্রুয়ারি শান্তি আলোচনা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)