চট্টগ্রামে ঘুষ গ্রহণকালে ভূমি কর্মচারি আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ঘুষ গ্রহণকালে ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক হয়েছেন ভূমি অফিস কর্মচারি সঞ্জীব কুমার দে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ষোলশহরে ভূমি অফিসের নিজ কক্ষে ঘুষগ্রহণকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা তাকে আটক করেন।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মৃধা মুটোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে দুদকের নেতৃত্বে ষোলশহরে ভূমি অফিসে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সঞ্জীব কুমারকে আটক করা হয়।
আটক সঞ্জীব আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।তিনি নগরীর ষোলশহর এলাকায় ভূমি অফিসে কাজ করেন। ফ্ল্যাটের নামজারির জন্য এক ব্যক্তির কাছ থেকে তিনি অবৈধভাবে টাকা দাবি করেন।
দুদক কর্মকর্তা আরও বলেন আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/একেএ/নভেম্বর ২২, ২০১৬)