খুনের মামলায় ৬ যুবলীগ নেতা কারাগারে
চট্টগ্রাম অফিস : যুবলীগ কর্মী হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের দুই নেতাসহ যুবলীগের ৬ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে সোমবার বিকেলে ৬ আসামি আত্মসমর্পণ করলে আদালত তাদের করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের পুলিশ জেল হাজতে নিয়ে যায়।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, নগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী, মো. মাসুম, জিয়াউল, মো. সুমন ও সাইফুল ইসলাম।
তাদের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী দ্য রিপোর্টকে জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গত ২৭ জানুয়ারি আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের ১৮ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে সোমবার তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত বছরের ২৮ অক্টোবর গভীর রাতে পাহাড়তলী রেলক্রসিং এলাকায় নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় খুলশী থানায় যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতীসহ যুবলীগের ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন নিহতের স্ত্রী।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এএস/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)