কলকাতা প্রতিনিধি : ভারতে অন্তর্বর্তী সাধারণ বাজেটে নির্ভয়া ফান্ডে আরও এক হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সোমবার এই ঘোষণা দেন।

একইসঙ্গে নারীদের সুরক্ষার জন্য সৃষ্ট এই ফান্ডকে স্থায়ীকরণের ঘোষণাও দেন মন্ত্রী৷ বরাদ্দের অর্থ খরচ না হলেও তা ফিরিয়ে নেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি৷

আগামী বছর এই তহবিলের জন্য আরও এক হাজার কোটি রুপি বরাদ্দের প্রতিশ্রুতি দেন চিদম্বরম৷

গত বছর বাজেটে নির্ভয়া ফান্ডের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী৷ ২০১৩-১৪ অর্থবছরে এই ফান্ডের জন্য হাজার কোটি রুপি বরাদ্দ করে কেন্দ্র৷

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী৷ এর দুই সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। সংবাদমাধ্যমে তাকে ‘নির্ভয়া’ (ছদ্মনাম) হিসেবে পরিচয় দেওয়া হয়৷

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)