রাজশাহী অফিস : রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাচনে যাচাই-বাছাইয়ে এক ভাইস চেয়ারম্যান ও এক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক আহম্মেদ মিঠুন ও বিএনপি সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যায় তাদের মনোনয়ন বাতিল করেন।

চারঘাট উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, হলফনামায় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জটিলতায় আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মিঠুন ও বিএনপি সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন রয়েছেন।

এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। অপরদিকে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে উভয় দলেরই রয়েছেন একাধিক প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ১৫ মার্চ।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)